নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ষ্ক্রিন্টপ্রিন্ট শ্রমিক লিয়ন হত্যাকান্ডের ঘটনায় ধৃত জুয়েল(২৭) ও মুন্না(২৬)কে ৩দিনের রিমান্ডে এনেছে পুলিশ। রবিবার বিকেলে আদালত থেকে রিমান্ড শুনানী শেষে তাদেরকে আদালত থেকে থানায় নিয়ে যাওয়া হয়। রবি ও সোমবার দু’দিনের জিজ্ঞাসাবাদে পুলিশ দু’খুনির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করেছে। সূত্র মতে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন নবীনগর এলাকার আব্দুল মোতালেবের ছেলে লিয়ন(২৮) শহরের রিভারভিউস্থ বিসমিল্লাহ ষ্ক্রিণ্টপ্রিন্ট নামক কারখানা হতে গত বৃহস্পতিবার দিববাগত গভীর রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা আততায়ীদের অস্ত্রাঘাতে নৃশংসভাবে খুন হয়। সোমবার সকাল ৯টায় বন্দর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের ছোটভাই রিয়াদ বাদী ওইদিন বিকেলেই বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ২৪(৩)২০১৬ইং। মামলার পর পরই পুলিশ হত্যাকান্ডে জড়িত জুয়েল ও মুন্নাকে গ্রেফতারে সক্ষম হয়। ধৃতদের মধ্যে জুয়েল সুদূর বরগুনা জেলা লাউয়গাছিয়া গ্রামের লাল চান মৃধার ছেলে। ৪ ভাইয়ের মধ্যে জুয়েল তৃতীয়। স্ব-পরিবারে তারা সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এবাদুল্লাহ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। অপরাপর ধৃত মুন্না সালেহনগর এলাকার রহিম মিয়ার ছেলে।