নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ থেকে ৩০০পিছ ইয়াবাসহ ও একটি প্রাইভেট কারসহ একাধিক মাদক মামলার আসামী রুপচান (৫০) আলমগীর (৩২) ও সুজনকে (২৪) গ্রেপ্তার করেছে । রবিবার রাতে গোপন সূত্রের ভিত্তেতে সানাড়পাড় এলাকায় থেকে এসআই জসিম ,এস আই আজাদ,এস আই অখিল রঞ্জন সরকার ও তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করে । গ্রেপ্তারকৃত নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানাড়পাড় এলাকার মৃত আবেদ আলী ছেলে রুপচান ও হাজী মোতালেব ছেলে আলমগীর ও মিজমিজি বাতানপাড়ার কমর আলীর ছেলে সুজন । সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজাদ ও অখিল রঞ্জন সরকার জানান ,রুপচান ও আলমগীর সানাড়পাড় এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত তাদের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।সে দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজকে ধবংস করার জন্য পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে ।পুলিশ কয়েকবার গ্রেপ্তার চেষ্ঠা করলেও রুপচান ও আলমগীর কৌশলে পালিয়ে যায়।তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে যার নং ৫৮। অপরদিকে সুজনকে ১০০ পিছ ইয়াবাসহ এসআইজসিম মিজমিজি বাতানপাড়া থেকে গ্রেফতার করে। সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৫৯।