স্টাফ বিজয় বার্তা ২৪
প্রচণ্ড গরমের পর নারায়ণগঞ্জে কাঁদল মেঘ। তীব্র তাপদাহের পর বর্ষা পুরোপুরি আশার আগেই একপশলা বৃষ্টি নেমেছে। বৃষ্টিও যেনো জানান দিয়েছে বর্ষার আগমন বার্তা। সোমবার দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি স্বস্তি এনে দেয় শহরজীবনে। তবে স্থায়িত্ব ছিল খুবই কম।
আবহাওয়া অধিদপ্তর জানান, এ বৃষ্টি একটানা হবে না। বিকেল পর্যন্ত থেমে থেমে হতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, মৌসুমী বায়ু দুর্বল থাকার জন্যই অবিরাম বৃষ্টি ঝরছে না। বায়ু সক্রিয় হলেই চিরচেনা রূপ পেয়ে যাবে বর্ষা।
টানা তাপদাহে কাজ-কর্মে বাইরে বের হওয়া মানুষের এবার তীব্র গরমে হাঁসফাঁস করতে হয়েছে। রোদ্রের খরতাপ ও বাতাসে আর্দ্রতা না থাকায় দেহ থেকে ঘাম ঝরেছে অঝোরে।
কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জসহ আশপাশে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। ৩৩ থেকে ৩৬.০২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অথবা তারচেয়েও বেশি তাপমাত্রা।
সোমবার নারায়ণগঞ্জের বেশকিছু স্থানে প্রকৃতির আশীর্বাদ হয়ে বৃষ্টি নামার খবর আসে। সকালেও দুর্বিষহ গরমে নাকাল হয়েছেন নগরবাসী। বেলা সোয়া ১১টায় উত্তপ্ত নারায়ণগঞ্জের অন্যরূপ। এক পশলা বৃষ্টি ও মানুষের হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে বয়ে যাওয়া ঠাণ্ডা বাতাসের কল্যাণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নগরবাসী।
আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞরা এই স্বস্তি সাময়িক বলেই ইঙ্গিত দিয়েছেন। এদিকে এক পশলা এ বৃষ্টিতে অনেকেই রাস্তায় এবং বাসার ছাদে ভিজেছেন। টানা তাপদাহের পর জ্যেষ্ঠ্যের এ বৃষ্টি যেন তাদের স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে।