নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন সদর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছুক চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে শেষ দিনেও ভীড় জমায়।
রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ শেষ দিনে এনায়েত নগর, কুতুবপুর ও গোগনগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান সহ মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এনায়েতনগর ইউনিয়নের প্রার্থী আসাদুজ্জামান আসাদ, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান আ’লীগ সমর্থিত প্রার্থী মোঃ জসিমউদ্দিন, জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম তুহিন সহ মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মোট ৬২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।