স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ‘ধর্মহীন’ রাষ্ট্রে পরিণত করার গভীর ‘চক্রান্তে’র প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়াত।
রবিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতি এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে এ দেশের মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি।
হরতালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।