নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ৪ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় লম্পট জাহিদ (১৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দুপুর সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে তার পরিবারের সদস্যরা স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩’শ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন,অখিল রঞ্জন ও আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে লম্পট জাহিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত জাহিদ সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকার জহিরুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাবা মার সাথে খাওয়া দাওয়ার পর রাস্তায় খেলতে বের হয়। ঐ শিশুটিকে একা পেয়ে লম্পট জাহিদ প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে এ পাশবিক কর্মকান্ডটি ঘটনায়। শিশুটির আর্তচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এসময় স্থানী লোকজন লম্পট জাহিদ আটক করে ফেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.শরাফত উল্লাহ বলেন, স্থানীয় লোকজন ঘটনার হোতাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনার শিকার শিশুটি চিকিৎসাধীন রয়েছে।