স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ভবিষ্যত নেতৃত্বের জন্য নিজেদের তৈরি করতে শিশু-কিশোরদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোর সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নতুন প্রজন্মের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে কেউ আর অবহেলা করতে পারবে না, মর্যদা অক্ষুণ্ন রেখেই সামনে এগিয়ে যাবো আমরা।
তিনি বলেন, তোমরাই তো একদিন দেশ পরিচালনা করবে। আমাদের মতো মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তৎকালীন পাকিস্তান সরকারের সময় আমরা সবসময় বৈষম্যের স্বীকার হয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষের শিক্ষার সুযোগ ছিলো না, তারা চিকিৎসা পেতো না, তাদের খাবার ছিলো না, আশ্রয় ছিলো না। আমাদের অর্থ-সম্পদ লুট করে নিয়ে যেত পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। এমনকি আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলারও অধিকার তারা কেড়ে নিতে চেয়েছিলো।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে শিশু-কিশোরদের আকর্ষণীয় ডিসপ্লে পরিদর্শন ও প্যারেডের সালাম গ্রহণ করেন এবং পরে অভিবাদন মঞ্চ থেকে নেমে প্যারেড স্কয়ার ঘুরে দেখে শেখ হাসিনা।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ঢাকা জেলার প্রশাসক তার সঙ্গে ছিলেন।