বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চুল লাল রং এর এইটা তো সবাই জানি বা দেখেছি। তবে চুলের এই কালার করতে খরচ করেছেন ৫৫ লাখ রূপি। বিষয়টি শুনে চোখ কপালে উঠার মতই। তবে কথা সত্য।
কান ফেস্টিভালের সময় ক্যাটরিনা কাইফকে লাল চুল নিয়ে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছিল। জানা গিয়েছিল, ‘ফিতুর’-এর জন্য চুল রং করিয়েছেন তিনি। লাল রং। সেইভাবেই কানে গিয়েছিলেন ক্যাট। ‘ফিতুর’-এর লুক, ট্রেলার আর গান রিলিজ়ের পর ক্যাটরিনার সেই লাল চুলের রহস্য ফাঁস হয়। জানা গেছে, ক্যাটরিনার চুলে লাল রং করানোর জন্য নাকি খরচ হয়েছে ৫৫ লাখ রূপি। ক্যাটরিনা নাকি স্থানীয় কোনও হেয়ার স্টাইলিশকে দিয়ে চুলে রং করাতে চাননি। তাই লন্ডন থেকে বিশেষ হেয়ার কালারিং এক্সপার্ট উড়ে এসেছিলেন মুম্বাইয়ে। তিনিই ক্যাটরিনার চুলকে লাল লুক দেন। প্রতি মাসে চুলে নতুন কোট দিতে উড়ে আসতেন তিনি। তাঁর আসা যাওয়া, থাকা খাওয়া মিলিয়ে ৫৫ লাখ রূপি খরচ হয়েছে। তবে ক্যাটরিনার টিম এই খবরকে উড়িয়ে দিয়েছে।