নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা ও হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী এবং মুসল্লীরা পৃথক ভাবে গতকাল শুক্রবার বাদ জুম্মা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়, মাদানী নগর ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি।
সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল মোড় মিনার মসজিদের সামন থেকে শুক্রবার বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে শিমরাইল ট্রাক টার্মিনালের সামনে গিয়ে মিছিল শেষ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে ।এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আলাহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন।রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে তা কিছুতেই এদেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নিবেনা বলে বক্তারা কঠোর হুশিয়ারী প্রদান করেন।পাশাপাশি সরকারের প্রতি দাবী জানান সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চিন্তাভাবনা থেকে সরে দাঁড়াতে। সংবিধান থেকে বিসমিল্লাহ হির রাহমানির রাহিম বাদ দিয়ে সরকার এক ভুল করেছে।রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে আরেকটি ভুল করলে তার পরিনাম ভাল হবে না বলে সরকারকে সতর্ক করেন বক্তারা। কারণ,যে দেশে ৯২ পারসেন মানুষ মুসলমান সে দেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিলে পরিনাম কি হবে তা ষড়যন্ত্রকারীদের বুঝা উচিৎ বলে মনে করেন বক্তারা। অপরদিকে একই সময়ে একই দাবিতে হেফাজতে ইসলামের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মাদানী নগর মাদরাসার সামনে এক প্রতিবাদ সভা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মিছিল সমাবেশে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহন করেন। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া চলবে না চলবে এ দাবিতে স্লোগান দেয় বিক্ষোভ কারীরা।