নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সদর মডেল থানা পুলিশের মাকবিরোধী অভিযানে ইয়াবা ও গাজা সহ দুই জনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন, নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠের মৃত. নূর মোহাম্মদের ছেলে মো. সবুজ (২৫) ও রেলি বাগান এলাকার মো, সামছুল আলমের ছেলে মো. নাসির (২৭)।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টায় মন্ডলপাড়া ব্রীজে অবস্থিত মেসার্স চৌধুরী রহিম এজেন্সির সামনে থেকে ২১ পিছ ইয়াবা সহ মো.নাসির (২৭) কে সদর থানার এসআই রেজউল করিম আটক করেন। এদিকে অপর অভিযানে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮ টায় চাষাঢ়া বেইলি স্কুলের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজা সহ মো. সবুজ(২৫) কে সদর থানার এএসআই সাখাওয়াত হোসেন মৃধা আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে ধৃতদের বৃহষ্পতিবার দুপুরে আদলতে পাঠানো হয়েছে।