নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষনাদী গ্রামে শাহ জাহান (৩৬) নামে এক ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ গ্রেফতার করে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র দাস জানান, বিষনাদী গ্রামের খেজমত আলীর ছেলে শাহজাহান ২০০৬ সালের ঢাকার যাত্রাবাড়ী থানার পুলিশ অস্ত্রসহ আটক করে একটি অস্ত্র মামলা দায়ের করে। ঐ মামলায় বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। বেলা ১১টার দিকে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে আদালতে পাঠায়।