স্টাফ বিজয় বার্তা ২৪
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফ, পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিস্থিতি অনুকূলে না থাকায় বিজিবি গুলি ছুড়তে বাধ্য হয়েছে। তবে এ ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনেই বিজিবি গুলি করেছে। নেওয়া হয় ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমোদন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনটি নতুন হাসপাতালে টেলি কনসালটেশন প্রোগ্রাম ও নবগঠিত তিনটি হাসপাতালের মধ্যে টেলিমেডিসিন কনফারেন্সিং উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে গুলির ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিজিবি গুলি করতে চায়নি। গুলিতে যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়, তার কৌশল নির্ধারণ করা হবে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইউপি নির্বাচনে বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে দুটি জায়গায় দুর্ঘটনা ঘটেছে। একটি পিরোজপুরের মঠবাড়িয়ায় ও অন্যটি টেকনাফে।’
তিনি বলেন, ‘মঠবাড়িয়ায় প্রিজাইডিং অফিসার জাল ভোট হিসেবে ৬০০-৭০০ ভোট বাতিল করেন। এ নিয়ে প্রার্থী প্রতিবাদ জানায়। তিনি বলেন, এই ভোট কাউন্ট করতে হবে নইলে কাউকে যেতে দেওয়া হবে না। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট জিয়াকে জানান। পরে তিনি বিজিবি সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। বিষয়টি আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি ও উত্তেজনা থেকে সবাইকে নিবৃত্তকরণের চেষ্টা চলে। কিন্তু প্রার্থী বাতিল হওয়া জাল ভোট কাউন্ট না করলে কাউকে যেতে দেবেন না বলে হুঁশিয়ারি দেয়। পরে বিজিবি সদস্য, ম্যাজিস্ট্রেট ও প্রিজাইডিং অফিসারের ওপর হামলার চেষ্টা হলে ম্যাজিস্ট্রেট গুলি করার লিখিত নির্দেশ দেন।’
ডিজি বলেন, ‘বিজিবি গুলি করতে চায় না। প্রথমে ওয়ার্নিং গুলি করা হয়। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে বিজিবি সদস্য ওফেন্স গুলি করতে বাধ্য হয়।’
আগামীতে আবারও নির্বাচনী নিরাপত্তায় বিজিবিকে দায়িত্ব দেওয়া হলে কী ধরনের সাবধানতা অবলম্বন বিজিবি করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘বিজিবির দায়িত্বই ছিল নির্বাচনী ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা ও নিরাপত্তা দিয়ে ব্যালট বাক্স যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া। এই নিরাপত্তামূলক কাজে বাধা আসায় বিজিবি গুলি করেছে। আর ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ও বাধা দেওয়া হলে গুলির ঘটনা ঘটতে পারে।’