নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ বন্দরের দেউলী বক্তারকান্দি এলাকার মৃত লালচাঁন মিয়া সরদারে ছেলে আমাজাদের বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
আমজাদের পরিবারের লোকজন জানায়, বন্দর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান খন্দকার আমজাদ হোসেন। তার বাবা মৃত লালচাঁন সরদার একাধীক বিবাহ করেছেন। আমজাদ হলো সবার বড় ঘরের সন্তান। বেশ কিছুদিন ধরে সৎ ভাইদের সাথে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ চলছে। তারই ধারাবাহিকতায় বন্দর থানায় উভয়পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এই পারিবারিক কলহের সুযোগে একটি কুচক্রিমহল আমজাদকে জড়িয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রকাশ করিয়ে আসছেন। সেই সংবাদে শুধু মিথ্যা নয় একটি অস্ত্র দিয়ে বানানো ছবি দিয়ে সংবাদ প্রকাশ করানো হচ্ছে। এই সংবাদের পরিবারের পক্ষ থেকে ঐ সকল অপপ্রচার সংবাদের অভিযোগ জানানো হয়েছে।