নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দ্বিতল ভবনের উদ্ধোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিতল ভবনের উদ্ধোধন করেন।
সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম ভুইয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শাহজালাল, নাঈম আহম্মেদ, মোতালেব মিয়া, আলী আকবর, দুলাল মিয়া, রফিকুর ইসলাম, নাছিম পাশা, ফারুক আহম্মেদ ও মনিরুজ্জামান মধু। মহিলা সংরক্ষিত কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন নুরুনাহার, জাহেদা আক্তার মনি, ও পারভীন, সাবেক কাউন্সিলর জসিমউদ্দিন, আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন স্বপন, রজ্জব আলী, যুবলীগ নেতা শাহিন প্রমূখ।