নোয়াখালী,বিজয় বার্তা ২৪
মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীকে অপহরণ ও হত্যার ৯ বছর পর ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নোয়াখালীর একটি আদালত।
বুধবার অতিরিক্ত জেলা দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে মাইজদীর ‘মোবাইল ফেয়ার’ নামে একটি মোবাইল দোকানে সশস্ত্র হামলা চালায় ডাকাতরা। এসময় তাদের গুলিতে দোকান মালিক ফিরোজ কবির মিনল এবং কর্মচারী সুমন পাল নিহত হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২৫ আসামির মধ্যে ১৩ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাসির দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ২ জন এরই মধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।