স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
পুলিশের ডিআইজি ও অ্যাডিশনাল ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশের সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিআইজি পদে ১৬ জন ও অ্যাডিশনাল ডিআইজি পদে ৩২ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ঢাকা জেলার পুলিশ সুপার হাবীবুর রহমান হাবীবকে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।