কুমিল্লা,বিজয় বার্তা ২৪
কুমিল্লা সেনানিবাসের ভেতরে আবাসিক এলাকার কালভার্টের পাশ থেকে সোহাগী জাহান তনু (২০) নামে এক এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্রীর পড়নের কামিজ ও অনেক চুল ছিড়া ছিল। রবিবার রাত সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়্। নিহত তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ ইতিহাসের ২য় বর্ষের ছাত্রী। তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক পদে কর্মরত।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি কলোনীতে পরিবারের সাথে থাকতেন সোহাগী জাহান তনু (২০)। রবিবার বিকাল ৩টায় সে বাড়ির কাছেই ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন কোয়াটারে সার্জেন্ট জাহিদের বাসায় এবং ষষ্ঠ বীরের সৈনিক জাহিদের বাসায় প্রাইভেট পড়াতে যান। রাত সাতটার দিকে সার্জেন্ট জাহিদের প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পড়ানোর পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
তিনি আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন কোয়াটার সংলগ্ন পাহাড় হাউস এলাকার কাছের কালভার্টের কাছে সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। এ সময় তার মুখে আঘাতের চিহ্ন এবং কামিজ ছেড়া ছিল। লাশের পাশে অসংখ্য চুল ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নিহত তনু থাকতেন কুমিল্লা সেনানিবাসের আবাসিক এলাকা ৫৮/১ পাহাড় হাউসের একটি টিনশেড বাসায়। জানা গেছে, নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধারের পর প্রথমে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় হয় এবং পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সামসুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন। একই থানার এসআই সাইফুল জানান, মেয়েটির চুল কাটা ছিল। এ ব্যাপারে কথা বলার জন্য তনুর বাবা ও ভাইয়ের ফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোন কেউ তুলছে না বলে তাদের সাথে কথা বলা যায় নি। নিহত সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মী ছিল। সংগঠনটির সাধারণ সম্পাদক ফারহানা আহমেদ জানান, কালকে যখন রাত হয়ে যাওয়ার পরেও তনু বাসায় ফিরছে না দেখে তার বাবা খুঁজতে বের হয়। এ সময় রাস্তায় তিনি মেয়ের জুতা দেখতে পান। পরে দেখতে পান কিছু দুরে মেয়েদের চুল ছেড়া অবস্থায় পড়ে আছে এবং একটি মোবাইলও পড়ে আছে। তারপর জঙ্গলের ভেতর রক্ত ও তনুর লাশ দেখতে পান। নিহত তনুর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের মীর্জাপুরে ।