নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের মদনগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকার আদি মাদক ব্যবসায়ী শহীদ ওরফে ল্যাংড়া শহীদের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসলীলায় অবতীর্ণ হতে চলেছে। থানা ও ডিবি পুলিশের কিছু অসৎ সদস্য নিয়মিত মাসোহারা আদায় করায় শহীদের মাদক ব্যবসা দীর্ঘ দিন ধরে চলছে ওপেন সিক্রেটে। এ ব্যাপারে ফরাজীকান্দা এলাকার ব্যবসায়ী সাগর জানান,শহীদ একজন পুরণো মাদক ব্যবসায়ী। মাদক স¤্রাট বলতে যা বুঝানো হয় ল্যাংড়া শহীদের মধ্যে তার সবই রয়েছে। শহীদ প্রসঙ্গতঃ জামালসহ আরো কয়েকজন সেলসম্যান দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি গাঁজা বিক্রি করে থাকে। শহীদ খুবই ধুর্ত প্রকৃতির। প্রতিদিন সে ১৫/২ কেজি গাঁজা বিক্রি করে ঠিকই তবে নিজের কাছে কখনোই রাখেন না। অনেক সময় র্যাব-পুলিশের একাধিক টীম তাকে হাতে নাতে আটক করলে তার পা অচল মনে করে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এই সুযোগে ল্যাংড়া শহীদ নির্বিঘেœ তার সমাজ বিধ্বংসী ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে মদনগঞ্জ বাস ষ্ট্যান্ড জামে মসজিদের মুসল্লিরা তার মাদক ব্যবসার কারণে বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়ে থাকে। শহীদের বসত ঘরটি জনবহুল এলাকা হতে অনেকটা দূরে হওয়ায় সে প্রকাশ্যেই মাদকের রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে। তার আস্তানায় মাহমুদনগর,মদনগঞ্জ বেপারীপাড়া,ফরাজীকান্দা ও সোনাকান্দা এলাকার তরুন ও যুবকরা প্রতিনিয়তই আনাগোনা করে বখে যাচ্ছে। এ কারণে অভিভাবক মহলে অজানা সংশয় বিরাজ করছে। অভিভাবক মহল ল্যাংড়া শহীদের অধীনে পরিচালিত মাদকের ভয়াল ছোবল থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছে।