নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে যুব সংহতি নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু’র বাড়ি থেকে নগদ সাড়ে ৩লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ভাড়াটিয়া মানিক(৪৫)কে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে কৌশলে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। চুরির ঘটনার পর পরই মানিক দীর্ঘ দিন পালিয়ে বেড়াচ্ছিল বলে এলাকাবাসী জানায়। সূত্র মতে,বন্দর থানা যুব সংহতি নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু গত শনিবার সকালে কর্মস্থলে এবং তার স্ত্রী মেয়েকে স্কুলে যায়। এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে ওই বাড়ির ভাড়াটিয়া মানিক অন্যান্য সহযোগীদের নিয়ে পাপ্পুর বসত ঘরের তালঅ ভেঙ্গে ভিতরে ঢুকে ষ্টীলের আলমিরাতে রক্ষিত নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে পাপ্পুর স্ত্রী স্কুল থেকে এসে ঘরের দরজা ও ষ্টীল আলমিরার তালা ভাঙ্গা দেখতে পেয়ে বিষয়টি পাপ্পুকে জানালে পাপ্পু বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।