নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ২ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাতে থানার ফুলহর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত জাহাঙ্গীর আলম মদনপুর ইউনিয়নের লাউসার নেহাল সর্দারেরবাগ এলাকার আব্দুল মালেকের ছেলে। এ ব্যাপারে মঙ্গলবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।