স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
৫০ ইউনিয়নে ভোট বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল এ দাবি জানায়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘যে নির্বাচন আজ অনুষ্ঠিত হলো তা তামাশার নির্বাচন। ইউপি নির্বাচনের ভোটগ্রহণে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদান, বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। আমরা ৫০ ইউনিয়নে ভোট বাতিলের দাবি জানিয়েছি।’
তিনি বলেন, ‘ইসির নিরপেক্ষতা প্রমাণের জন্য সুনির্দিষ্ট অভিযোগে অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের জন্য আমরা সিইসিকে বলেছি।’
এতগুলো ইউপি বাতিল করলে বাকি ইউনিয়নে সুষ্ঠু হয়েছে বলে মনে করেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘সব ইউনিয়নে কারচুপি হয়েছে। আমরা বলেছি, অন্তত দৃষ্টান্ত স্থাপন করতে, যাতে ভবিষ্যতে জনগণ বিশ্বাস করে ইসি নিরপেক্ষভাবে কাজ করতে পারে।’
পুলিশের সহযোগিতা নিয়ে সরকার দলীয় ক্যাডার-সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে নিজেদের অনুকূলে ফল ছিনিয়ে আনবে বলে উল্লেখ করেন নোমান।
বিএনপির এই নেতা বলেন, পুরো ইউপির ভোট বন্ধ না করে এ পর্যন্ত ইসি অন্তত ৩৪টি কেন্দ্রের ভোট স্থগিতের তথ্য পেয়েছে। অথচ সিইসি ভোটের আগের দিন বলেছিলেন, অনিয়ম হলে দায় পুলিশের, নির্বাচন কর্মকর্তারা সজাগ থাকবে।
‘সাত হাজার ভোট কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্র বন্ধ করেছে। এটা নিছক তামাশা। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তামাশার নির্বাচন আয়োজন করেছে। ৫০টি ইউপি’র ভোট বাতিল করে তার প্রমাণ করুক যে আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি। এতে অন্তত ইসির প্রতি জনগণের আস্থা কিছুটা বাড়তে পারে ।’
প্রহসনের নির্বাচন হলেও বিএনপি ভোটে থাকবে জানিয়ে নোমান বলেন ‘মানুষকে আমরা দেখাতে চাই–তামাশার নির্বাচন হচ্ছে। প্রতিটি নির্বাচনে এ তামাশা চলছে। এ তামাশা জনগণ দেখাতেই আমরা নির্বাচনে অংশ নেবো।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং বিএনপি নেতা মনিরুল ইসলাম ও দলের নির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।