নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
অবশেষে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ। দীর্ঘ ১৫ বছর অন্যত্র ভাড়ায় অবস্থান করার পর মঙ্গলবার দুপুর হতে নিজস্ব ৩তলা বিশিষ্ট ভবনে অবস্থান করতে পারায় পুলিশ সদস্যদের মাঝে অনেকটা স্বস্তি বিরাজ করছে। প্রায় ১০ একর জমির উপর নির্মিত ভবনটিতে ব্যায় হয়েছে ৩ কোটি ৭০ লাখ। নতুন ভবনে অবস্থান উপলক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আনোয়ার হুসাইন ছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুর রহিম,বন্দর থানা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোনা মিয়া মেম্বার,ধামগড় ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ জামালউদ্দিন,মোঃ ছাদেক ভূইয়া,বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য,কামতাল তদন্ত কেন্দ্রের সৌন্দর্য্যমন্ডিত ৩তলা এ ভবনটি অচিরেই আইজিপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।