নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোহরাব মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার শহরের ২১ শহীদ সোহরাওয়ার্দী রোডস্থ তার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে কোরানখানী, মসজিদ মাদ্রাসায় দোয়া, এতিমখানায় ও দু:স্থদের মধ্যে দান খয়রাত এবং খাবার বিতরণ করা হয়। পরে বিকালে মরহুমের কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যরা।
মিলাদ মাহফিলে এসময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র সাঈদ আক্তার, ফরিদ আক্তার, মাসুদ আক্তার, সোহেল আক্তার, নোহেল আক্তার রাসেল, সুলতান মোহাম্মদ ডলার, কন্যা খালেদা মহিউদ্দিন, রাশেদা আক্তার, মাসুমা আক্তারসহ তার আত্মীয়-স্বজনরা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টানবাজার থানা পুকুরপাড় জামে মসজিদ ও ফকিরটোলা জামে মসজিদে দোয়া করা হয়।
প্রসঙ্গত আলহাজ্ব সোহরাব মিয়া ২০০৮ সালের ২২মার্চ মৃত্যুবরণ করেন।