বিজয় বার্তা ২৪ ডেস্ক
দৈনিক ডান্ডিবার্তা সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়শনের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে গতকাল শনিবার বিকেলে সৌদিআরব এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি মক্কা মদিনা ছাড়াও জেদ্দায় একটি অনুষ্ঠানে যোগ দিবেন। হাবিবুর রহমান বাদল এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানাগেছে। সময়ের অভাবে হাবিবুর রহমান বাদল তার সহকর্মী সহ শুভাকাক্ষিদের সাথে সাক্ষাত করতে না পারায় দু:খ প্রকাশ করে তার জন্য দোয়া করার জন্য সহকর্মী, শুভান্যুধায়ী আত্মীয়-স্বজন সহ নারায়ণগঞ্জ বাসীদের প্রতি অনুরুধ জানিয়েছে।