নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরের ১নং নয়ানগর এলাকায় আকস্মিক বজ্রপাতে দু’টি গ্যাসের রাইজারে আগুন ধরে গিয়ে আতংকের সৃষ্টি করে। আগুন দীর্ঘক্ষণ জ্বলতে থাকলেও বাড়ি-ঘরের বা আশ পাশের কোন ক্ষতিসাধিত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। গত শুক্রবার গভীর রাতে সৌদী প্রবাসী আব্দুল কাদিরের বাড়িতে এ ঘটনাটি ঘটে। বন্দর ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট লিয়াকত আলীর নেতৃত্বে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা জানায়,গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় মুশলধারে বৃষ্টি শুরু হয় এক পর্যায়ে বজ্রপাত ১নং নয়ানগর এলাকার সৌদী প্রবাসী আব্দুল কাদিরের বসত ঘরের গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা বেড়ে উঠলে বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন দ্রুত ঘুম থেকে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট ২ ঘন্টা প্রাণপণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় গোটা নয়ানগর এলাকায় আতংক ছড়িড়ে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।