নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সাংসদ ভ্রাতৃত্বদ্বয়ের মাতা প্রয়াত ভাষা সৈনিক ও নারী সমাজের অগ্রদূত বেগম নাগিনা জোহা’র স্মরণে এবং তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচী’র ষষ্ঠ দিন অতিবাহিত হয়েছে। ষষ্ঠ দিনের কর্মসূচী ওয়ার্ডের নবীগঞ্জস্থ ইসলামবাগ জামিয়া কোরআনিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর মাঝে নামাজের উপকরণ টুপি বিতরণ করা হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ মনির হোসেন,কাউন্সিলরের ব্যাক্তিগত সচিব মোঃ আমির হোসেন,মোঃ কালুন,মোঃ রায়হান শরীফ,আলী আহাম্মদ,মোঃ সালাউদ্দিন,আব্দুল কাদির,মোঃ অপু,মোঃ সুমন,মোঃ সুজন,মোঃ শফিউল্লাহ,মোঃ রায়হান প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দল হান্নান। এ সময় অন্যান্যের মধ্যে মাওলানা মোঃ ইব্রাহিম,হাফেজ মোঃ ইয়াছিন,হাফেজ ফরিদ,মোঃ আবু সালেহ,মোঃ মাসুম,মোঃ হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যাক্তিবর্গের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।