নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
র্যাব-১১ বাহিনীর একটি আভিযানিক দল ১০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। লেঃ কমান্ডার মোঃ গোলজার হোসেনের নেতৃত্বে এএসপি মোঃ আলমগীর হোসেন, পিপিএম সহ গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংক এলাকা থেকে তাদের গ্রেফতারা করা হয়। ধৃতরা হলো নুর ইসলাম (৩২), পিতা-তাজুল ইসলাম @ চারুন মিয়া ও কবির (২৮), পিতা-জামসু মিয়া, উভয় সাং-বারেশ্বর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।