স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সুষ্ঠু তদন্তের আধুনিক যন্ত্রপাতি ও বিদেশি সংস্থার সহায়তা নেয়া হবে বলে জানায় সিআইডি।
বুধবার বিকালে রাজধানীর শান্তিনগরে সিআইডির সদর দফতরে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ হেল বাকী সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর আজ আমরা বাংলাদেশ ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এরইমধ্যে তদন্তের কাজ শুরু করেছি আমরা।
এ ঘটনা তদন্তের জন্য ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন সিআইডির ডিআইজি সাইফুল আলম।
যুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত রিজার্ভ চুরির ঘটনায় ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।