নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের ভাষা সৈনিক ও রতœগর্ভা মা নাগিনা জোহার আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ৮টি জাতীয় ভিত্তিক ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ মার্চ) রাত ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীনলন গ্রাউন্ডে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে মহিউদ্দিন বলেন, মা হারানোর বেদনা যারা হারায় শুধু তারাই বুঝতে পারেন। সেলিম ওসমানের কথা আমার মায়ের কথা মনে পড়ছে। নারায়ণগঞ্জের জোহা পরিবার ও চট্টগ্রামের জহুর আহম্মেদের পরিবার বঙ্গবন্ধুর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন। আমাদের অতীত ইতিহাস কেউ হয়তো কৃষক ছিলাম কেউ আবার শ্রমিক ছিলাম। কিন্তু এখন হয়তো কেউ চৌধুরী বা সৈয়দ ব্যবহার করে। কিন্তু সেলিম ওসমানের মত একজন মানুষ নিজে যেভাবে অকপটে অতীতকে স্বীকার করেন তাতেই বুঝা যায় উনার পরিবার কতটা ভাল শিক্ষা দিয়েছে।
প্রধান অতিথির পূর্বে নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান তার বক্তব্যে তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে তিনি বলেন, আমাদের পরিবার নারায়ণগঞ্জের মানুষের কাছে ঋনী। আপনারা আমার উপর আস্থা রেখে আমাকে ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি কাজ করার। এখন যদি আমার মৃত্যুও হয়ে যায় তাহলে আগামী ৫০ বছরে ব্যবসায়ী নেতার কোন অভাব হবে না।
সেলিম ওসমান তার বক্তব্যে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য ব্যবসায়ী সহ সকলের কাছে সহযোগীতা কামনা করেন। সেই সাথে তিনি প্রাচ্যেরডান্ডির হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে আধুনিক শিল্প নগরী গড়ে তুলতে বন্দরের শান্তিরচরে শিল্পায়নের জন্য এফবিসিসিআই এর নেতৃবৃন্দ সহ শিল্পোদ্যোক্তাদের আহবান রাখেন।
স্বাগত বক্তব্য দিতে গিয়ে বিকেএমইএ সাবেক সভাপতি ফজলুল হক প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মহিয়সী হয়ে উঠার তথ্য সকলের সামনে তুলে ধরেন। যেখানে তিনি নাগিনার জোহার বাবার বাড়ির রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন।
দোয়া মাহফিল ও স্মরন সভা পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, এফবিসিসিআই এর পরিচালক জাহাঙ্গীর হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, পরিচালক আব্দুল মোতালেব, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ সাবেক সভাপতি ফজলুল হক, বিকেএমইএ এর প্রথম সহ সভাপতি এ, এইচ আসলাম সানি, বাংলাদেশ ইর্য়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, নীট এন্ড ডাইং ওর্নাস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাত, আবু তাহের শামীম, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হাসান, বিকেএমইএ এর সাবেক সভাপতি আবদুর রাশেদ রাশু, লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল, বিজিএমইএ এর সাবেক সহ সভাপতি মান্নান কচি, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের প্রমুখ।