নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে জাহাজের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে টাকা ছিনতাই এবং পরে তাকে অপহরণের চেষ্টাকালে তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার দুপুরে থানার মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজীকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে। আটককৃত ছিনতাইকারীর হচ্ছে বেপারীপাড়া এলাকার মোসলেম মিয়ার ছেলে অপু(২৫) মৃত জাফর মিয়ার ছেলে পারভেজ ওরফে দুইখ্যা পারভেজ(২৮)। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরেই বন্দর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার নং ২৭(৩)১৬ ইং। মামলায় উল্লেখ করা হয়,নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার থানার নোয়াপাড়া গ্রামের মোমেন মিয়ার ছেলে সবজু মিয়া(১৭) এমভি মাহমুদ-১ নামক জাহাজে দীর্ঘ দিন ধরে লস্করের চাকরী করে আসছিল। গত সোমবার বেলা সোয়া ১টায় সে জাহাজের মাষ্টারের কাছ থেকে ছুটি নিয়ে একটি সিএনজিযেগে মদনগঞ্জ বাসষ্ট্যান্ড হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সিএনজিটি ফরাজীকান্দা বাসষ্ট্যান্ডের সামনে পৌঁছামাত্র ছিনতাইকারী অপু ও পারভেজ অস্ত্র ঠেকিয়ে তার পকেটে থাকা ৬শ’ টাকা নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টাকালে সবুজের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সিএনজি চালককে ধাওয়া করে আটকে ব্যার্থ হয়। পরে ধৃতদেরকে থানা পুলিশে সংবাদ দিয়ে তাদের নিকট সোপর্দ করা হয়। এ সময় পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত (ঢাকা থ ১১-২৮৪৯ নম্বরের)সিএনজিটি উদ্ধার করে