নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ডিজিটাল কনফারেন্স রুমের উদ্বোধন করা হয়েছে। পরে সেখানে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান উন্নয়নের জন্য নারায়ণগঞ্জের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য ও জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম ওসমান।
মঙ্গলবার(১৫ মার্চ) সকাল ১১টায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সম্মেলন কক্ষে ৪র্থ মাসিক সভায় তিনি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সেলিম ওসমান হাসপাতালের ডিজিটাল কনফারেন্স রুমের উদ্বোধন করেন। পরে ডিজিটাল কনফারেন্স রুমে প্রথম সভায় হাসপাতালের ভবিষ্যত উন্নয়ন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভাপতির বক্তব্যে সেলিম ওসমান বলেন, আজকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের যে উন্নয়ন আমরা করতে পেরেছি তার জন্য আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকেরা তাদের প্রতিবেদনের মাধ্যমে হাসপাতালের সঠিক চিত্র তুলে ধরায় আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে। আমরা অনেক কিছু জানতে পেরেছি। এভাবে সাংবাদিকেরা প্রতিটি ক্ষেত্রে সহযোগীতা করে গেলে আমাদের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে সুবিধা হবে।
তিনি আরও বলেন, হাসপাতালটিকে পূর্ণাঙ্গ ভাবে মেডিকেল কলেজে রূপান্তরিত করতে শুধু আলোচনা মধ্যে সীমাবদ্ধ থাকতে চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে হাসপাতাল সহ আশেপাশের জায়গা নিয়ে একটি ডিজিটাল সার্ভের মাধ্যমে প্ল্যান তৈরি করতে হবে। আর হাসপাতালের যে অংশ বর্ধিত করা প্রয়োজন সেখানে সরকারী সহযোগীতা না পাওয়া গেলে প্রয়োজনে ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগীতা নিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রাখা হবে। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করার প্রস্তাবনা জমা দেওয়া হবে।
সভায় সেলিম ওসমান হাসপাতালের আরও উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধি করতে বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছেন তিনি।
সিদ্ধান্ত গুলোর হলো রোগীদের সাথে আসা স্বজনদের জন্য খালি জায়গা বসার স্থান তৈরি করা। প্রয়োজনে রোগীদের সিরিয়াল নাম্বার দিয়ে চিকিৎসা প্রদান করা। রোগীরা টোকেন নিয়ে অপেক্ষা করবে আর ডিজিটাল স্কিনে টোকেন নাম্বার উঠলে রোগীরা ডাক্তারের কক্ষে যাবে অথবা মাইকের মাধ্যমে রোগীদের ডেকে নেওয়া হবে। আগামী সভা থেকে হাসপাতাল থেকে সরকারীভাবে আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করতে হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে হাসপাতালের জরুরি বিভাগ ও বর্হিবিভাগ সহ মোট ৪টি স্থানে, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সহ হাসপাতালের ডাক্তারদের নাম্বার যুক্ত ডিজিটাল বোর্ড লাগানো। যাতে করে সেবা নিতে আসা রোগীদের দালালদের খপ্পরে পড়তে না হয়। জরুরি রোগীদের সেবা দেওয়ার ব্যাপারে একটি বিশেষ টিম গঠন করা। যেখানে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি বিভাগ চালু রাখা এবং হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগীতা সহ যে সকল উন্নয়ন কাজ হয়েছে সেই সকল বিষয় গুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পত্রিকায় প্রকাশ করা। যাতে করে সাধারণ মানুষ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের প্রতি আস্থা রাখতে পারে।
সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নিতিশ কান্তি দেবনাথ, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা সিভিল সার্জন আশিতোষ দাস, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী, অ্যাডভোকেট মাসুউর রউফ, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শফিউল আলম প্রমুখ।