নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে ভাষা সৈনিক নাগিনা জোহা’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা ভাষা সৈনিক ও রত্মগর্ভা মা নাগিনা জোহা’র স্মৃতিচারণ করেন এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নাগিনা জোহা’র গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন নাগিনা জোহা এমন এক মা, যিনি ৩জন এমপি সৃষ্টি করেছেন। তার ৩ জন সুযোগ্য সন্তান জাতীয় সংসদ সদস্য হয়েছেন। তিনি হলেন গর্বিত সন্তানের গর্বিত মা। তিনি সফল ও স্বার্থক। এমন মায়ের কৃতিত্ব আমাদের আগামী দিনগুলোর প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। আমরা সেই মহীয়সী নারীর জন্যে আল্লাহ পাক রব্বুল আল-আমিনের দরবারে দোয়া করবো, আল্লাহ পাক তার জীবদ্দশার সকল ভুলক্রটি গুলো ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা মো. লায়েকুজ্জমান মোল্লা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, সংগঠনের মহিলা আইনজীবীর কেন্দ্রীয় সভানেত্রী জয়া ভট্টাচার্য, কেন্দ্রীয় নেত্রী লাকী বেগম, জেলা কমিটির সভানেত্রী উম্মে হাবিবা মুক্তা, সাধারণ সম্পাদীকা রজিয়া আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।