স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ঢাকার রাস্তায় এক হাজার নতুন ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্র্যাক ব্যাংক আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সংবাদিকদের এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরানোসহ মহাখালী, মিরপুর ১২ ও শ্যামলীর অনেক জায়গা পরিস্কার করা সম্ভব হয়েছে।
তিনি নগরীকে পরিস্কার ও সবুজ করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সকলের সহায়তা চান।