নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে প্রায় সাড়ে ১৪’শ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি কয়েল ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৪ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়া মারিয়া পেরেরার আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ জোনাল বিপনন অফিসের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান চালিয়ে জালকুড়ি মাদবর বাজার এলাকায় ১ইঞ্চি ব্যাসার্ধের ৫’শ ফুট,জালকুড়ি ঝুট পট্টি এলাকায় ৩/৪ ব্যাসার্ধের প্রায় সাড়ে ৯’শ ফুট এবং মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড এলাকার মেসার্স শশী এন্ড ঐশী ইন্টারন্যাশনাল এবং মেসার্স হক এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের কয়েল প্রস্তুতকারী একটি ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন এবং গ্যাস আইন ২০১০ এর ১২ ধারা লংগন করে অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অপরাধেঐ কয়েল ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে বিচ্ছিন্ন পাইপ ও আনুষাঙ্গিক মালামাল জব্দ করে নিয়ে যায় তিতাস কর্তৃপক্ষ্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী জাফরুল আলম,উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো:আব্দুল কবির,সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার ও সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো:রফিকুল ইসলাম । ভ্রাম্যমান আদালতের নিরাপত্তার দায়িত্বে ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ এবং জেলা রিজার্ব পুলিশ ফোর্স সদস্যরা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী জাফরুল আলম সাড়ে ১৪’শ ফুট ১ ও ৩/৪ ইঞ্চি ব্যাসার্ধ ও একটি কয়েল ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ঐ কয়েল ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এভাবে তিতাসের গ্যাস অবৈধ পন্থায় সংযোগ দিয়ে একটি অসাধু চক্র গ্যাস চুরি করছে। এ অভিযান এখানেই শেষ নয় আগামী দিন গুলোতেও অব্যাহত থাকবে।