স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কবি রফিক আজাদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকাল ১০টার দিকে বারডেম হাসপাতালের হিমাগার থেকে শহীদ মিনারে নেয়া হয় রফিক আজাদের লাশ।
এরপর সকাল সাড়ে ১০টায় কবির প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে শুরু হয় নাগরিক শ্রদ্ধানুষ্ঠান। সর্বস্তরের নাগরিকবৃন্দ ও কবির অনুরাগীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সেখানে দুপুর ১২টা পর্যন্ত কবির প্রতি সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করবেন।
শহীদ মিনারে দুই দফা শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন একুশে পদকপ্রাপ্ত কবি।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- সম্মিলিত কবি পরিবারের সদস্য, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ প্রমুখ।
গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান কবি রফিক আজাদ। এর আগে তিনি গত ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।