স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কাউন্সিল নিয়ে সরকারি ষড়যন্ত্র চলছে।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির আসন্ন ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯ মার্চ কাউন্সিলের আগে সরকার ষড়যন্ত্র করতে পারে। কতো ষড়যন্ত্র করবেন? বিএনপির শীর্ষ দুই পদে খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচিত হয়ে গেছেন। এ ক্ষেত্রে আমরা সফল হয়েছি। ষড়যন্ত্র করে টিকে থাকা যায় না।
তিনি বলেন, বিএনপির যে নেতাকর্মীরা পদ-পদবির জন্য লড়াই করে তার অর্ধেক যদি আন্দোলনে সক্রিয় থাকতেন তাহলে আন্দোলন সফল হতো এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত হতো।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, সদস্য বজলুল বাসিত আঞ্জু প্রমুখ। সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য ইউনুছ মৃধা।