নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান আকন্দ।
প্রসঙ্গত, ২০১৪ সালের এপ্রিলে ৭ খুনের পর এই মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে গেলে সরকার তার বৈধ অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরে বিশেষ ট্রাইব্যুনালে নূর হোসেনের বিরুদ্ধে লাইসেন্স বাতিল হওয়ার পরও অস্ত্র জমা না দেয়ায় একটি এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে পুলিশ বাদী হয়ে আরো ২টি মামলা করে।