নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
তোলারাম কলেজের উদ্যোগে শনিবার সকালে সরকারি তোলারাম কলেজে সদ্য প্রয়াত ভাষা সৈনিক রত্নগর্ভা মা নাগিনা জোহার আত্মার মাগিফরাত কামনায় শোকসভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র দত্ত, সাবেক অধ্যক্ষ ড. শিরিন বেগম, উপাধক্ষ্য বদরুল আলম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, শহর স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের আহবায়ক ও তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্র নেতা এম এম হাসান, বদরুজ্জামান সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় নাগিনা জোহার বিদেহী রুহের মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।