নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিক্সা প্রতিরোধে জেলা ট্রাফিক পুলিশের অভিযান। শনিবার (১২ মার্চ) দুপুরে জেলা পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো:বদরুল আলম মোল্লার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।
এসময় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিক্সার উপর অভিযান চালিয়ে ১৫/২০টি অটো রিক্সা আটক করে। আটকের পর প্রতিটি অটো রিক্সাকে ১হাজার টাকা করে রেকার বিল আদায় করার পর পুনরায় মহাসড়কে উঠবেনা এমন অঙ্গীকারের ভিত্তিতে তাদেরকে ছাড়া হয়। এছাড়াও পরবর্তীতে মহাসড়কে চলাচল করার সময় হাতেনাতে ধরতে পারলে ডাম্পিংয়ে পাঠানো হবে বলেও হুশিয়ারী করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই মোল্লা তসলিম ও সার্জেন্ট মো:শরীফসহ জেলা রিজার্ব পুলিশ ফোর্স সদস্যরা।