নোয়াখালী,বিজয় বার্তা ২৪
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার রাত ১টার দিকে হাতিয়া উপজেলা বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, রাতে বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বোটে করে ৮-১০ জনের একদল ডাকাত রামদা, বগিদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ঘাট এলাকায় কর্মরত স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান এবং ২ জন আহত হন। এ সময় অন্যরা পালিয়ে যায়।