নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের ভাষা সৈনিক ও রত্মগর্ভা নাগিনা জোহার আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের উদ্যোগে ৭দিনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
এরমধ্যে ১৩ মার্চ ভোর থেকে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় কোরআন খতম ও সকাল ১১টায় মাদ্রাসা শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া। ১৪ মার্চ নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোর থেকে কোরআন খতম ও সকাল ১১টায় স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া। ১৫ মার্চ কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকালে কোরআন খতম ও সকাল ১১টায় মিলাদ ও দোয়া। ১৬ মার্চ আমিরাবাদ বক্তারকান্দি হাফেজিয়া মাদ্রাসায় ভোর থেকে কোরআন খতম ও বাদ জোহর মিলাদ ও দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরন। ১৭ মার্চ ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে ভোর থেকে কোরআন খতম ও দুপুরে মিলাদ ও দোয়া শেষে রান্না করা খাবার বিতরন। ১৮ মার্চ শুক্রবার কদমরসুল দরগাহে ভোর থেকে কোরআন খতম এবং বাদ জুম্মা মিলাদ ও দোয়া শেষে কাঙ্গালী ভোজ। ১৯ মার্চ কাইতাখালি মাদ্রাসায় ভোর থেকে কোরআন খতম ও দুপুরে মিলাদ ও দোয়া শেষে রান্না করা খাবার বিতরন করা হবে।