গাজীপুর,বিজয় বার্তা ২৪
গাজীপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশীদ (৪০) নিহত এবং পুলিশের অপর ৩ সদস্য আহত হয়েছেন। নিহত এমসআই হারুনুর রশীদ জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতরা হলেনÑ কনস্টেবল মানিক (৩৭), কনস্টেবল আব্দুল জব্বার (৪০) এবং মাইক্রোচালক কনস্টেবল ওমর ফারুক (৩৮)।
শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়েকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বিকল হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশের একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা খায় ট্রাকের পেছনে।
এতে এএসআই হারুনুর রশীদসহ ৪ জন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক এএসআই হারুনুর রশীদকে মৃত বলে ঘোষণা করেন।