স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর খিলগাঁওয়ে ক্যাবল ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় গ্রেফতারকৃত বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে মামলা তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান ঢাকা মহানগর হাকিম আদালতে রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে বিকালে শুনানি হওয়ার কথা রয়েছে।
শুক্রবার সকালে নন্দিপাড়ায় ক্যাবল সংযোগের পাওনা টাকা চাইতে গেলে বংশাল থানার এএসআই শামীম রেজা তার সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে ক্যাবল ব্যবসায়ী আল আমীনকে গুলি করেন। এ ঘটনায় তার সরকারি আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে।