খেলাধূলাডেস্ক.বিজয় বার্তা ২৪
গুঞ্জনটা গত বছরের মাঝামাঝি সময় থেকেই চলছে। তবে এবারই বোধহয় সত্যি হওয়ার দ্বারপ্রান্তে। দ্বিতীয় মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হতে যাচ্ছেন গ্রাহাম ফোর্ড। এর আগে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪’র জানুয়ারি পর্যন্ত লঙ্কানদের কোচের দায়িত্বে ছিলেন তিনি।
২০১৪ সালে শ্রীলঙ্কার কোচের পদ ছাড়ার পর ইংলিশ কাউন্টি ক্লাব সারের কোচ হন ফোর্ড। লঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা ফোর্ডের অধীনে সারের হয়ে খেলেছেন। সারে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নতুন অবস্থানের জন্য দেশ ছাড়বেন ফোর্ড। আর তাতেই নড়েচড়ে বসেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ২০১৫ সালের মাঝামাঝি আসার কথা থাকলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য এতদিন অপেক্ষায় ছিলেন তিনি। তবে এ ব্যাপারে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।
দুই বছরে সারেতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ফোর্ড। তাই তাকে প্রশংসা বাণে ভাসিয়ে সারের ডিরেক্টর অ্যালেক স্টিওয়ার্ট বলেন, ‘আমরা গ্রাহাম ফোর্ডকে হারাবো বলে খুবই হতাশ। তিনি কেবল অসাধারণ একজন প্রধান কোচই না, দলের উন্নতির জন্য তার ভূমিকা অনস্বীকার্য গত দুই বছরে আমরা যা অর্জন করেছি। তিনি খেলোয়াড়দের নিয়ে নিরলসভাবে কাজ করেছেন এবং তার এই প্রচেষ্টা দলের খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের দিকে লক্ষ্য করলেই বুঝা যায়।’