নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ স্বপন সরদার ও রবিন নামে দু,মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে থানার গোদনাইল আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল গোদনাইল আরাম বাগ এলাকায় অভিযান চালিয়ে মৃত জলিল সরদারের ছেলে মোঃ স্বপন সরদারকে(৪২) ৫৫ পিস ও রূপগঞ্জ থানার খুলঘাটল এলাকার মৃত আবদুল খলিলের ছেলে মোঃ রবিনকে (২২) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।