নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
র্যাব-১১’র সিপিসি-১’র একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মাদকসহ পুলিশের সোর্স খোকন (৩৫) কে আটক করেছেন।
বুধবার রাত ১০ টায় নারায়ণগঞ্জের মুসলীম নগর শীতালক্ষা পাওয়ার হাউজে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল ও ৮০০ গ্রাম গাঁজাসহ সোর্স খোকন (৩৫) কে আটক করা হয়।
র্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মুসলীম নগর শীতালক্ষা (পাওয়ার হাউজ) এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বেশ কিছু দিন যাবৎ এক দল মাদক ব্যবসায়ী অবৈধ ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে ঐ এলাকায় মাদক বিরোধী অভিযান চলমান থাকলেও আসামীরা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। কিন্তু র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং ০৯ মার্চ ২০১৬ তারিখ ২১.৫৫ ঘটিকার সময় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মুসলীম নগর শীতালক্ষা (পাওয়ার হাউজ) এলাকায় আজিজুর রহমান এর বাড়ীতে আসামীদের ভাড়া করা বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক (ফেন্সিডিল ও গাঁজা) ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইপূর্বক এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সু-কৌশলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেন্সিডিল,৮০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২ হাজার ১ শ’ ৯০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট,১টি লোহার পরিমাপক যন্ত্র, ৮টি লোহার বাটখারা,১টি প্লাষ্টিকের ফলের ঝুড়ি,১ টি চটের বস্তা (যার মধ্যে ফেন্সিডিল রক্ষিত ছিল) ও ১টি কালো রঙের মানিব্যাগসহ আসামী মোঃ খোকন হাওলাদার (৩৫), পিতা-মৃত মোস্তফা হাওলাদার, সাং-খাজুর বাড়ীয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।বর্তমানে সে মুসলীম নগর শীতালক্ষা (পাওয়ার হাউজ) নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় বসবাস করেন।ধৃত আসামী জনৈক আজিজুর রহমানের বাড়ীতে ভাড়া থেকে এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ২৭ হাজার ৩ শ’ টাকা।
আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।