নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কথাকথিত রাজনৈতিক দল জামায়াত আহুত হরতালের বিপক্ষে বুধবার হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগ ও শ্রমিকলীগ নেতৃবৃন্দ। জামায়াত-শিবিরের কর্মসূচী ঠেকাতে সকাল থেকেই নেতা-কর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টার্নিং পয়েন্ট মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। ক্ষমতাসীনদের তৎপরতার কারণে মাঠে নামতে সাহস পায়নি জামায়াদের নেতা-কর্মীরা। এদিকে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগ ও শ্রমিকলীগের নেতা-কর্মীরা মদনপুরের দেওয়ানবাগ হতে কেওঢালা ও লাঙ্গলবন্দ পর্যন্ত সড়ক জুড়ে বিক্ষোভ করে। এ সময় তারা নানা শ্লোগানে মুখরিত করে তোলেন। মিছিল চলাকালে নেতৃবৃন্দ উজ্জল(৩২) নামে ছাত্র শিবিরের এক ক্যাডারকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধৃত উজ্জল ফুলহর এলাকার পিয়ার আলীর ছেলে। সে স্থানীয় মদনপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সহ-সভাপতি বলে স্থানীয়রা জানায়। গতকালের হরতাল বিরোধী মিছিলে বন্দর থানা ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ,থানা যুবলীগের ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ,মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমানউল্লাহ,২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনু,২৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ এবাদুল্লাহর নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দিন,যুবলীগের সহ-সভাপতি ফয়েজ মোল্লা,থানা প্রজন্মলীগের সভাপতি মোঃ ফারুক,সাধারণ সম্পাদক মোঃ সেলিম,উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম শাওর,শ্রমিকলীগ নেতা রমজান আলী,যুবলীগ নেতা আব্দুল করিম,ছাত্রলীগ নেতা শুভ,সালাউদ্দিন,মিন্টু,মাসুদ রানা,২৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শান্ত,সুমন,রাতুল,আল আমিন,সিরাজুল ইসলাম কামাল,শ্রমিকলীগ নেতা আবুল বাশার আবু প্রমুখ।