নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দঃ) উপলক্ষ্যে ২২নং ওয়ার্ড এন্তেজামিয়া কমিটি আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার বাদ আছর বন্দরের ঐতিহাসিক সিরাজুদ্দৌলা ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। কাংখিত এ ধর্মীয় মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ। দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে মাহফিলে প্রধাণ অতিথি হিসবে উপস্থিত থেকে নূরানী বয়ান করবেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান সুদূর চাঁদপুরস্থ হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী(মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী আল-আবেদী(মাঃজিঃআঃ)। এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান অঅহাম্মদ ভূইয়া,সমাজ সেবক মিয়া সোহেল,বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট শাহ আলী মোঃ পিন্টু খান,সমাজ সেবক আলহাজ্ব মোঃ চান মিয়া,মোঃ কামাল হোসেন,নুরুল ইসলাম,আজহারুল ইসলাম ভূইয়া জিন্নাহ,বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,মিয়া চান কন্ট্রাক্টর,মোঃ মফিজ খান,আবুল হোসেন আবেদী,রোটারিয়ান শরীফ হাসান চিশতী,মকবুল হোসেন রানা,এ্যাডভোকেট নাঈমুদ্দিন আহম্মেদ তপন,আবুল কালাম বাসু,আমজাদ হোসেন,ক্যাপ্টেন জিন্নাহ,সৈয়দ মোশরফ হোসেন মশু,সাইফুল ইসলাম শ্যামল,আলহাজ্ব আসাববুদ্দিন আশু,ফারুক আহমেদ কিরণ,আলহাজ্ব মিজানুর রহমান মিজান গোলাম মোস্তফা,ডাঃ এম এম রহমান আল মাহাবুবী,জিয়াউদ্দিন মেম্বার,রোটারিয়ান পারভেজ আলম,রোটারিয়ান শাহনেওয়াজ খান,মোঃ বারেক মিয়া,আব্দুল হালিম কন্ট্রাক্টর,রিয়াজউদ্দিন ফারুক,মোঃ পিয়ার জাহান,সাইদুল ইসলঅম সবুজ,আতিকুর রহমান শ্যামল,আব্দুল কুদ্দুস,হাজী মোঃ সালাউদ্দিন,তোফাজ্জল হোসেন,আসাদুল হক সরকার,মনোয়ার হোসেন,তারিক আহাম্মদ,হাজিম মোল্লা,মোঃ রানা প্রমুখ।