নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
৭০ হাজার পিস ইয়াবাসহ মো.তানভীর হোসেন (১৯) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পূর্ব। এ ঘটনায় বুধবার ভোররাতে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত ডেমরার আমুলিয়া মিড়পাড়া তৌসিফ ফার্নিচার সংলগ্ন রাস্তা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে জানায় থানা পুলিশ। তানভীর মুন্সিগঞ্জ জেলা সদরের ইদ্রাকপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী তানভীর মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ থেকে একটি প্রাইভেটকার যোগে (ঢাকা মেট্রো: গ-৩১-২৪৬৬) ইয়াবা বহন করে রাজধানীর রামপুরায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ টিম গভীর রাতে গাড়িসহ তানভীরকে আমুলিয়া মিড়পাড়া এলাকায় থেকে ইয়াবাসহ গ্রেপতার করে। এ সময় তার কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। তানভীরকে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।