নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মুন্সীগঞ্জের পঞ্চসার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১’র সিপিসি-১’র ১ কোটি ৬ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৬ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
র্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তি বলা হয়,র্যাব-১১’র একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ মোঃ মশিউর রহমান(পিপিএম) এবং মুন্সিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফ আনাম সিদ্দিকী ও সিনিয়র মৎস অফিসার মোঃ শাহাজাদা খসরু, মুন্সিগঞ্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন পঞ্চসার বিসিক শিল্প নগরী এলাকায় ওয়ালটন ইন্ডাস্ট্রিজ এবং বিসিক শিল্প নগরী মুক্তারপুর নিউ রূপসা লিঃ এ অভিযান পরিচালনা করে ১ কোটি ৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন। যার মূল্য অনুমান ৫৩ লক্ষ টাকা। এ সংক্রান্তে উক্ত ইন্ডাস্ট্রিজ ০২টি এর মালিকানার পক্ষে ১। মোঃ ইমরান হোসেন (২৩), পিতা-আব্দুল লতিফ মাতবর, সাং-গোলাপার দিঘিরপাড়, থানা-মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ, ২। মোঃ সাত্তার (৭৯), পিতা-মৃত কদম আলী, সাং-আলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনা, ৩। রাসেল মিয়া (১৮), পিতা-মকবুল সরদার, সাং-গোলাপার দিঘিরপাড়, থানা ও জেলা-মুন্সিগঞ্জ, ৪। মোঃ মাহবুবুর রহমান (৩৫), পিতা-মোঃ দেলোয়ার হোসেন দেলা, সাং-দক্ষিণ গোয়ালবন, থানা ও জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ আজিজুল হাকিম (২৩), পিতা-নুরুল হক, সাং-ডাঙ্গাপাড়া, থানা-ডোমার, জেলা-নীলফামারী এবং ৬। মোঃ হাবিবুর রহমান (৪৫), পিতা-মৃত কদম আলী, সাং-গোসাইবাগ, থানা ও জেলা-মুন্সিগঞ্জদেরকে গ্রেফতার করেন। ভ্রাম্যমান আদালত উল্লেখিত আসামীদের কারেন্ট জাল তৈরী, বুনন, মজুদ ও আয়েত্বে রাখার অপরাধের জন্য ১নং, ২নং, ৪নং, ৫নং ও ৬নং আসামীদের প্রত্যেককে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ৩নং আসামীকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের কারাদন্ড প্রদান করলে প্রত্যেকে জরিমানার টাকা প্রদান করে মুক্ত হন। এ সংক্রান্তে পর্যায়ক্রমে মুন্সিগঞ্জ জেলার ভ্রাম্যমান আদালতের মামলা নং-৯৭(৩)১৬, ৯৮(৩)১৬, ১০০(৩)১৬, ১০১(৩) ১৬, ১০২(৩)১৬ ও ৯৯(৩)১৬ তারিখ ০৮/০৩/২০১৬ ধারা মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(ক)। পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখিত কারখানার মালিক মোঃ নাজিম হোসেন ও হাজী মোঃ ইকবাল হোসেনদ্বয় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে মৎস বিভাগ নিয়মিত মামলা দায়ের করবেন।